১৭ জুলাই, ২০১৯ ২১:৩৯

প্রেমের টানে মার্কিন নারী সারলেট এখন লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুর প্রতিনিধি :

প্রেমের টানে মার্কিন নারী সারলেট এখন লক্ষ্মীপুরে

প্রেম-ভালোবাসা মানে না কোন বাধা। আর সেই প্রেমের টানেই দেশ ছেড়েছেন মার্কিন নারী সারলেট। আমেরিকা ছেড়ে এসে ঘর বাঁধলেন বাংলাদেশের লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। শ্রীরামপুরের সফিক উল্যার ছেলে সোহেল হোসেনকে বিয়ে করে এখন তিনি বাংলাদেশের বধূ। তাকে দেখতে আশপাশের শতশত মানুষ ভীড় জমাচ্ছে সোহেলের বাড়িতে।

জানা গেছে, ২০১৩ সালের ৪ নভেম্বর ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় তাদের। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। দুই দেশের দুই সংস্কৃতি থাকলেও শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হয়েছে। উভয়ের পরিবার মেনে নেয়ার পর গত ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেয়া হয়। ভিনদেশি হলেও পুত্রবধূকে দেখে বেশ খুশি সোহেলের মা-বাবা।

এদিকে মার্কিন এই নারীকে দেখতে আসেন আশপাশ এলাকার বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ। সারলেলেটের বাড়ি আমেরিকার নিউজার্সিতে। এরআগে, ২০১৬ সালের ১৭ জুলাই বাংলাদেশে এসে তাদের বিয়ে হয়। স্বামী সোহেল হোসেন বলেন, ৭ বছর আগে ফেসবুকের মাধ্যমে সারলেটের সঙ্গে পরিচয় হয়। এরপর তার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে। একপর্যায়ে প্রেমের সম্পর্ক হয় তার সঙ্গে। এরপর সারলেট বাংলাদেশে আসে। ২০১৬ সালের ১৭ জুলাই বিয়ের পর সে আমেরিকায় চলে যায়। ১২ জুলাই পুনরায় বাংলাদেশে আসলে আমাদের গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া হয়।

সোহেলের বাবা সফিক উল্যা বলেন, আমরা ছেলের বিয়েতে বেশ খুশি। এ বিয়ের মাধ্যমে প্রেমের জয় হয়েছে। আমার ছেলে ও তার বউয়ের জন্য সবাই দোয়া করবেন। দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির রিপন বলেন, মার্কিন নারী আমাদের এলাকার বধূ।  এনিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। তাকে এক নজর দেখতে মানুষজন সোহেলে বাড়িতে ভিড় করছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর