১৭ জুলাই, ২০১৯ ২২:২২

বরিশালে ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

প্রতীকী ছবি

বরিশালের রায়পাশা গ্রামীণ ব্যাংক শাখা থেকে ১৩ জন গ্রাহকের প্রায় ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক দুই কর্মকর্তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৯ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বুধবার বিকেলে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মহসিন-উল হক আসামীদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

আসামিরা হলো সাবেক শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন এবং সাবেক কর্মকর্তা শাহ আলম। এদেরা মধ্যে দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে এবং শাহ আলম  বাগেরহাটের চালিতাবুনিয়ার হাতেম আলীর ছেলে। 

মামলার বাদী হলেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক ওয়াজেদ আলী গাজী। 

আদালত সূত্র জানায়, আসামীরা ২০১০ সালের ৭ ফেব্রুয়ারী থেকে একই বছরের ৭ জুলাই পর্যন্ত ১৩ জন গ্রাহকের ৫ লাখ ৯৭ হাজার ৭শ’ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১২ সালের ৩ অক্টোবর মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক বাহাদুর আলম ওই দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক ওই রায় দেন। 

বিডি প্রতিদিন/মজুমদার

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর