১৮ জুলাই, ২০১৯ ১০:১৯

কয়েক সেকেন্ডে কোটি টাকার সেতু উধাও, যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

কয়েক সেকেন্ডে কোটি টাকার সেতু উধাও, যোগাযোগ বিচ্ছিন্ন

সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চোখের পলকে বন্যার পানির তোড়ে বিলীন হয়ে গেছে। বুধবার বিকেলে উপজেলার মেরুরচর গ্রামে এ ঘটনা ঘটে। সেতুটি ভেসে যাওয়ায় উপজেলার জব্বারগঞ্জ বাজারের সঙ্গে মেরুরচর ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় মেরুরচর ইউনিয়ন পরিষদ সদস্য সামিউল হক নেদা গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্যার পানি আসার সঙ্গে সঙ্গে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সেতু ভেঙে পড়ে উধাও হয়ে যায়। 

এদিকে, স্থানীয় দশানী ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বন্যায় নতুন করে বকশীগঞ্জ পৌর এলাকায় পানি প্রবেশ করায় ইতোমধ্যেই মেরুরচর, সাধুরপাড়া, নিলক্ষিয়া ও বগারচর ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের সড়কে পানি ওঠায় ইতোমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি বকশীগঞ্জ উপজেলার কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে। এলাকায় পানি ঢোকায় প্রায় শতকোটি টাকার মাছ বেরিয়ে গেছে। নষ্ট হয়েছে অসংখ্য বীজতলা।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর