১৮ জুলাই, ২০১৯ ২০:১৩

বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন বগুড়ার ১৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন বগুড়ার ১৫ শিক্ষার্থী

২৪তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিতে আমেরিকায় যাচ্ছে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ শিক্ষার্থী। এর মধ্যে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রয়েছে পাঁচ শিক্ষার্থী। 

তারা হলেন প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ছাত্রী শেরপুরের মনিরুজ্জামানের মেয়ে আনিকা তাবাসসুম, শহরের সুত্রাপুর এলাকার ইসহাক আনসারীর মেয়ে মাইশা মেহজাবীন ও আরমান সাদিক আবির, জলেশ্বরীতলার মামুনুর রশিদের মেয়ে দ্বাদশ শ্রেণীর মার্জিয়া মামুন এবং আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলামের মেয়ে জেসিকা অরিন। এরা সবাই স্কাউটের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত শিক্ষার্থী।  

এবার বগুড়া জেলা থেকে মোট ১৫জন শিক্ষার্থী আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়াতে যাওয়ার সুযোগ পেয়েছে। অংশ নিতে তারা আগামী ২১ জুলাই দেশ ত্যাগ করবেন। সেখানে ২১ দিনের কর্মসূচি শেষে আবার তারা দেশে ফিরবেন। বগুড়া জেলার দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাজনীন সুলতানা। 

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী বলেন, এটা শুধু বগুড়া জেলা নয় সারাদেশের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থী হিসেবে নয়, তারা বাংলাদেশের হয়ে আমেরিকার বুকে প্রতিনিধিত্ব করবে। এদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর