১৯ জুলাই, ২০১৯ ১৮:১৬

শ্রদ্ধা ও ভালবাসায় হুমায়ূন আহমেদের মৃতুবার্ষির্কী পালিত

নেত্রকোনা প্রতিনিধি

শ্রদ্ধা ও ভালবাসায় হুমায়ূন আহমেদের মৃতুবার্ষির্কী পালিত

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনা হিমু পাঠক আড্ডার উদ্যোগে স্মরণ অনুষ্ঠান ও লেখকের নিজের হাতে গড়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিলো শহীদ স্মৃতি বিদ্যাপিঠ প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত, কালো ব্যাজধারণ, লেখকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোকর‌্যালি, মিলাদ ও দোয়া মাহফিল।

প্রয়াত হুমায়ূন আহমেদ তার বাবার স্মৃতি রক্ষার্থে গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুরে ২০০৬ সালে তিন একর জমির নির্মাণ করেন এই শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বর্তমানে স্কুলটিতে ১০ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া হচ্ছে। ১৫ জন শিক্ষক ও প্রায় সাড়ে তিন শত শিক্ষার্থীর এই স্কুলটি ফলাফলও ভালো করে আসছে।

এদিকে হুমায়ূন আহমেদের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জের শেখ বাড়িতেও পালিত হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর