১৯ জুলাই, ২০১৯ ১৮:৫৪

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমা অতিক্রম ব্রহ্মপুত্রের

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমা অতিক্রম ব্রহ্মপুত্রের

যমুনার পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে নতুন করে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যার পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। 

যমুনার পানি কিছুটা কমলেও এখনো উজান থেকে পানি ছড়িয়ে পড়ছে ভাটির এলাকা গুলোর দিকে। এছাড়াও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করায় জামালপুর পৌর এলাকার রামনগর, তিতুলিয়া, দেওড়পাড় চন্দ্রসহ শহরের বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। 

জামালপুরের ৬৮টি ইউনিয়নের মধ্যে ৬১টি ইউনিয়নেই এখন বন্যা। এখনো পানিবন্দি হয়ে আছে ৫ লাখেরও বেশি মানুষ। ৮ দিন ধরে যমুনার পানি বিপদসীমার উপরে থাকায় বন্যা কবলিত মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে পানিবাহিত রোগ। বন্ধ রয়েছে ৯৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ও গো-খাদ্যের চাহিদা তীব্র হয়ে উঠেছে। এখন পর্যন্ত অনেক এলাকায় ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ দুর্গতদের। 

বন্যার পানি এখনো রেল লাইনের উপরে থাকায় পাঁচদিন ধরে জামালপুরের মেলান্দহ-ইসলামপুর-দেওয়ানগঞ্জ লাইনে এবং তিনদিন ধরে জামালপুরের সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ট্রেন চলাচাল বন্ধ রয়েছে।
 
জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় জানান, শুক্রবার সকালে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে মৃত গিয়াস উদ্দিনের ছেলে আবু বক্কর (৫০) বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। অপরদিকে ইসলামপুরের গিলাবাড়ি এলাকায় মশিউর রহমান (৩০) নামে এক যুবকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই এলাকার ছামিউল মন্ডলের ছেলে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর