২০ জুলাই, ২০১৯ ১৭:২২

মোরেলগঞ্জে অবৈধভাবে বিক্রির চেষ্টায় দশ টন ধান জব্দ

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে অবৈধভাবে বিক্রির চেষ্টায় দশ টন ধান জব্দ

বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বিক্রির চেষ্টায় দশ টন বোরো ধান জব্দ করা হয়েছে। শনিবার বেলা ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ ধান জব্দ করে পুলিশের হেফাজতে দেন। 

জানা যায়, শনিবার ভোররাত ৪টার দিকে পার্শ্ববর্তী উপজেলা থেকে কয়েকটি আলমসাধু গাড়িতে করে এ ধান মোরেলগঞ্জ খাদ্যগুদামের সামনে আনা হলে এমন সন্দেহে গাড়িসহ ধান জব্দ করা হয়। এ সময় গাড়ি চালকরা পালিয়ে যায়। 

জানা গেছে, চলতি বোরো ধান সংগ্রহ মৌসুমে সরকারিভাবে প্রতি মণ ১০৪০ টাকা দরে কিনে মোরেলগঞ্জ খাদ্যগুদামে ৪১৪ মেট্রিক টন (১০ হাজার ৩৫০ মণ) ধান মজুদ করা হবে। নিয়ম অনুযায়ী স্থানীয় কৃষকরা ওই ধান সরবরাহ করবেন। 

শনিবার ভোররাতে আকস্মিকভাবে গাড়িতে করে ধান আনা হলে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। 

এ সম্পর্কে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কৃষক কার্ড দেখাতে না পারলে কেউ খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারবে না। নিয়ম অনুযায়ী ধান ক্রয় চলছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কিছু ধান জব্দ করা হয়েছে। এগুলো স্থানীয় কৃষকদের হলে খাদ্যগুদামে বিক্রির সুযোগ দেওয়া হবে। বাইরের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর