২০ জুলাই, ২০১৯ ২১:০১

নীলফামারীতে হৃদ রোগের চিকিৎসায় ইউনিট খোলার ঘোষণা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে হৃদ রোগের চিকিৎসায় ইউনিট খোলার ঘোষণা

নীলফামারীতে ডায়াবেটিক সমিতির হাসপাতালে হৃদ রোগের চিকিৎসা সেবার ইউনিট খোলার ঘোষণা দিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

শনিবার দুপুরে সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নীলফামারী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওই ঘোষণা দেন তিনি। 

এসময় তিনি বলেন, ‘নীলফামারীতে হৃদরোগের কোনো উন্নত চিকিৎসা না থাকায় প্রাথমিক চিকিৎসার অভাবে যুবক, তরুণসহ নানা বয়সের অনেক মানুষ হৃদ রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তাই আমরা ডায়াবেটিক হাসপাতালে হৃদ রোগের একটি ইউনিট খুলে হৃদ রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি। খুব দ্রতই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।’  

সমিতির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সমিতির সহ সভাপতি নীলফামারী পৌর সভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি মমতাজুল ইসলাম, মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারওয়ার মানিক প্রমুখ। সমিতির সাধারণ সম্পাদক মো. মুজিবুল হাসান চৌধুরী বার্ষিক প্রতিবেদন পেশ করেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর