২০ জুলাই, ২০১৯ ২২:৩১

দেশে ত্রাণের অভাব নেই : ত্রাণ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি :

দেশে ত্রাণের অভাব নেই : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দেশে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর মজুদ রয়েছে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন হওয়ায় পৌঁছাতে সময় লাগছে। আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডা. এনামুর রহমান।

তিনি বলেন, সারাদেশে একযোগে বন্যা শুরু হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে। বন্যা চলাকালীন অবস্থায় আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যা শেষ হলেই পুনর্বাসন ও যমুনা নদীর তীর ঘেঁষে স্থায়ী গাইড বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ একে এম এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল,  সংসদ সদস্য ছোটমনির, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রমুখ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর