২১ জুলাই, ২০১৯ ১৭:৩৮

ছেলে ধরা সন্দেহে চিরিরবন্দরে এক ব্যক্তিকে গণপিটুনি

দিনাজপুর প্রতিনিধি:

ছেলে ধরা সন্দেহে চিরিরবন্দরে এক ব্যক্তিকে গণপিটুনি

ছেলে ধরা সন্দেহে দিনাজপুরের চিরিরবন্দরে মো. মিরু মিয়া (৫০) নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের মুহুরীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। আটক মিরু মিয়া কুষ্টিয়া জেলার কুমারখালীর আব্দুল হাইয়ের ছেলে বলে জানা যায়।  

স্থানীয় এলাকাবাসীরা জানায়, রবিবার দুপুর ১২টার দিকে মিরু মিয়া একটি পুরাতন চটের বস্তা নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। এতে এলাকার লোকজনের ছেলে ধরা সন্দেহ হলে তাকে আটক করে গণপিটুনি দিতে থাকে। এসময় স্থানীয় ইউপি মেম্বার মাবিয়া বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দেয়। পুলিশের এস আই আব্দুল জলিল ঘটনাস্থলে এসে মিরু মিয়াকে থানায় নিয়ে যায়। পরে লোকটি পাগল বলেই ছেড়ে দেয় বলে জানান স্থানীয় ইউপি মেম্বার কমলেস কুমার রায়।

চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মিরু একজন অর্ধ-পাগল ব্যক্তি। তাই তাকে ছেড়ে দেয়া হয়। ছেলে ধরা সন্দেহে পাগলদেরকে মারপিট না করতে সকলের প্রতি আহ্বান জানান। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর