শিরোনাম
২১ জুলাই, ২০১৯ ১৭:৫০

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে পাবনায় শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি:

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে পাবনায় শিক্ষার্থীদের মানববন্ধন

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে পাবনা ডেভেলপমেন্ট ফোরাম নামের একটি সংগঠন। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

রবিবার পাবনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মেয়েরা মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ধর্ষণের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার জন্য হাত তুলে শপথ বাক্য পাঠ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি আল মুকসিত সাবিত, প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান শ্রাবণ, ইশতিয়াক আহমেদ, আফ্রিদা আলম বর্ষা, মুফিক পারভেজ, নওরিন নেওয়াজ বিথি, রিতি প্রমুখ। এ সময় মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন বাঁচতে চাই'র নিবার্হী পরিচালক ও আমরাই পারি জোটের সদস্য সচিব আব্দুর রব মন্টুসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং জড়িতদের ফাঁসির দাবি জানান। 

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যানার ফেসটুন নিয়ে র‌্যালী করে জেলা প্রশাসকরে কার্যালয়ে গিয়ে স্বারকলিপি প্রদান করেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর