২২ জুলাই, ২০১৯ ১৫:৪৬

আদালতে মিন্নির দু'টি আবেদন নামঞ্জুর

বরগুনা প্রতিনিধি:

আদালতে মিন্নির দু'টি আবেদন নামঞ্জুর

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় প্রধান সাক্ষী থেকে আসামি বনে যাওয়া তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির দু'টি আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আবেদন দুটি নামঞ্জুর করেন।

এদিন, স্বামী হত্যাকাণ্ডে গ্রেফতার মিন্নির আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহার চেয়ে আবেদন করেন তার আইনজীবী। আদালত আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বলেন, মিন্নি যদি তার জবানবন্দি প্রত্যাহার করতে চায় তাহলে কারাগরে জেল সুপারের মাধ্যমে সেটা করতে পারবে। এছাড়া মিন্নির সু-চিকিৎসার দাবি জানিয়ে আরো একটি আবেদন একই আদালতে করেন তার আইনজীবী। এ প্রসঙ্গে আদালত বলেন, মিন্নির সু-চিকিৎসার প্রয়োজন হলে কারাগার কর্তৃপক্ষই যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। 

মিন্নির আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম জানান, আদালত মিন্নির জবানবন্দি প্রত্যাহারের বিষয়টি জেল সুপারের মাধ্যমে করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং একই সাথে তার সু-চিকিৎসার ব্যবস্থা কারা কর্তৃপক্ষ যাতে করেন সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন।  

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর