২২ জুলাই, ২০১৯ ২১:৩৯

ইয়াবা সেবনকালে আটক ২, তিন মাসের সাজা

সুনামগঞ্জ প্রতিনিধি:

ইয়াবা সেবনকালে আটক ২, তিন মাসের সাজা

সুনামগঞ্জে ইয়াবা সেবনকালে হাতেনাতে আটকের পর এক আইনজীবীসহ দুই ব্যক্তিকে তিন মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমাবার বিকাল ৩টায় শহরের মোহাম্মদপুর এলাকায় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। 

গ্রেফতারের পর বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. সাকিল আহমেদ। 
দণ্ডপ্রাপ্তরা হলেন, সুনামগঞ্জ  জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক আমির ও তার সহযোগী শহরের বড়পাড়া আবাসিক এলাকার তাজ আলী। 

নির্বাহী ম্যাজিস্টেট মো. সাকিল আহমেদ জানান, আইনজীবী এনামের বাসায় ইয়াবার আসর বসানো হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বেলা ৩টায় পুলিশের সহযোগিতায় আইনজীবী এনামের বাসা অবরুদ্ধ করা হলে আমাদের উপস্থিতি টের পেয়ে ইয়াবার আসর ছেড়ে এনাম ও তার সহযোগী তাজ আলী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে ধাওয়া করে পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযানের সময় এনামের বাসা থেকে ১৯ পিস ইয়াবা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়। 

অভিযানের চলাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান উপস্থিত ছিলেন। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর