২২ জুলাই, ২০১৯ ২১:৫১

৯ দিনে অচল নাটোর পৌরসভা

নাটোর প্রতিনিধি:

৯ দিনে অচল নাটোর পৌরসভা

পৌর কর্মকর্তা-কর্মচারিদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে ময়লার স্তুপে পরিণত হয়েছে নাটোরের পৌর শহরগুলো। বন্ধ হয়ে গেছে ৮টি পৌরসভার সকল নাগরিক সুবিধা।

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে গত ১৪ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যায় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারি। একই সাথে তারা গত ৯ দিন ধরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এ অবস্থায় পৌরসভাগুলো হয়ে পড়েছে স্থবির।

বন্ধ রয়েছে সকল ধরনের সেবা কার্যক্রম। এর ফলে ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার সড়কগুলো। চরমে পৌঁছেছে জনদুভোর্গ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর