শিরোনাম
২৩ জুলাই, ২০১৯ ১০:১২

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত

প্রতীকী ছবি

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু খালেক বাহিনীর বাহিনী প্রধান খালেক ও তার সেকেন্ড ইন কমান্ড বেল্লাল নিহত হয়েছে। 

মঙ্গলবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে র‌্যার সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুই বনদস্যুও লাশের পাশাপাশি বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

নিহত বনদস্যুদের লাশ দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম। 

তিনি আরো বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে অভিযানকারী র‌্যাব সদস্যরা সুন্দরবনের জোংড়া খালে ঢুকলে বনদস্যু খালেক বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে সকাল ৭ টা পর্যন্ত থেমে থেমে গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা এলাকা তল্লাশি চালিয়ে দুই দস্যুকে গুলিবিদ্ধ লাশসহ বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে। গুলিবিদ্ধ দুই দস্যুকে দাকোপ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় উৎসুক জেলে ও সাধারণ মানুষ দুইজনের লাশের মধ্যে একজনকে সুন্দরবনের বনদস্যু খালেক বাহিনী প্রধান খালেক ও তার সেকেন্ড ইন কমান্ড বেল্লাল বলে সনাক্ত করেন। লাশ দুটিসহ উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৮ জানিয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর