২৩ জুলাই, ২০১৯ ১৪:৩৩

ছেলেধরা ও গলাকাটা আতঙ্কে কোটালীপাড়ায় জনসচেতনতামূলক কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি :

ছেলেধরা ও গলাকাটা আতঙ্কে কোটালীপাড়ায় জনসচেতনতামূলক কর্মসূচি

ছেলে ধরা ও গলাকাটা সন্দেহে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশ। এ বিষয়ে প্রতিদিন মাইকিং ও সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন হলরুমে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান, ওসি তদন্ত মো. জাকারিয়া, শিক্ষক নন্দন কর গুপ্ত, মো. আবুল কালাম শেখ, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। ওসি শেখ লুৎফর রহমান বলেন, ছেলেধরা বা গলাকাটা সন্দেহে আপনারা আইন নিজেদের হাতে তুলে না নিয়ে আইনের হাতে তুলে দিন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর