২৩ জুলাই, ২০১৯ ১৬:০২

ধুনটে প্রতিপক্ষের ভয়ে গৃহবন্দী প্রতিবন্ধী পরিবার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ধুনটে প্রতিপক্ষের ভয়ে গৃহবন্দী প্রতিবন্ধী পরিবার

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের ভয়ে গৃহবন্দী অবস্থায় জীবন যাপন করছে এক প্রতিবন্ধী পরিবার। সোমবার সন্ধ্যায় ধুনট মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শারীরিক প্রতিবন্ধী গোলেজা বেগম ও তার ছেলে শামীম হোসেন।

জানা গেছে, উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের দিনমজুর জেল হোসেনের স্ত্রী গোলেজা বেগমের দুটো পা থাকলেও দাঁড়াতে বা হাঁটতে পারেন না। একারণে দুই হাতের উপর ভর করেই চলতে হয় গোলেজা বেগমকে। স্বামী, তিন ছেলে ও দুই মেয়েকে নিয়েই তাদের সংসার। সামান্য কিছু জমি ক্রয় করেই মাথা গোজার ঠাঁই নিয়েছেন তারা। 

এদিকে গত ৬ জুলাই সাতপাখিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সুন্দর আলী, ভুলু খাঁ ও সাইফুল ইসলাম তাদের লোকজন নিয়ে ওই প্রতিবন্ধীর জায়গায় লাগানো আম গাছের ডাল কেটে নিয়ে যায়। এতে বাধা দিলে তারা প্রতিবন্ধী গোলেজা বেগমকে কিল ঘুষি চড় থাপ্পর মেরে আহত করে। এবিষয়ে স্থানীয় মাতব্বরদের কাছে বিচার প্রার্থনা করলে প্রতিপক্ষরা আরও বেপরোয়া হয়ে ওঠে।

প্রতিবন্ধী গোলেজা বেগম বলেন, আমাদের বাড়ির গাছ থেকে ডাল কাটতে নিষেধ করায় তারা আমাকে অন্যায়ভাবে মারধর করেছে। এবিষয়ে বিচার চাওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিপক্ষদের হুমকিতে আমরা বাড়িতে বসবাস করতে পারছি না। বাড়ির বাহিরে গেলে তারা আমাকেসহ আমার ছেলে-মেয়েদের মারধরের জন্য আক্রমণ করে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এবিষয়ে সোমবার সন্ধ্যায় প্রতিবন্ধীর ছেলে শামীম হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

বিডি প্রতিদিন/মজুমদার  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর