২৩ জুলাই, ২০১৯ ১৬:১৯

পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

পটুয়াখালী প্রতিনিধি:

পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

'মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। মঙ্গলবার দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি এবং মাছের পোনা অবমুক্তকরণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ। 

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। র‌্যালি শেষে ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসের লাল কমল লেকে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করেন। এ সময় মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. লোকমান আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর