২৩ জুলাই, ২০১৯ ১৭:২১

ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতির মামলায় গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতির মামলায় গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারকের সাক্ষর স্বাক্ষর ও সীলমোহর জালিয়াতির দায়ে শিক্ষানবিশ আইনজীবী ও আদালতের স্টেনো টাইপিস্টকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে শিক্ষানবিশ আইনজীবী আল মেহেদী হাসান এবং জেলা ও দায়রা জজ ১ম আদালতের স্টেনো টাইপিস্ট ফকরুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) মো: আতিকুর রহমান জানান, বাঞ্ছারামপুরের মৃত রফিকুল ইসলামের স্ত্রী নার্গিস আক্তার তার মৃত স্বামীর ব্যাংকের টাকা উত্তোলনের জন্যে সাকসেশন সার্টিফিকেটের জন্যে গত গত ২২ মে তারিখে মামলা করেন। কিন্তুু মেহেদী হাসান ও ফকরুল ইসলাম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচাকের স্বাক্ষর ও সীল জাল করে ভুয়া সাকসেশন সার্টিফিকেট তৈরি করে। পরে নার্গিস আক্তার ব্যাংকে গিয়ে জানতে পারেন ইস্যুকৃত সার্টিফিকেটটি জাল। 

এ ব্যাপারে নার্গিস আক্তার গত সোমবার বার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা রুজু করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।   

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর