১৭ আগস্ট, ২০১৯ ১৭:৩০

ডেঙ্গুতে প্রাণ গেল গলাচিপার গৃহবধূ লিপির

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

ডেঙ্গুতে প্রাণ গেল গলাচিপার গৃহবধূ লিপির

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূ লিপি রাণি দাসের (২২) মৃত্যু হয়েছে। ঢাকার বাংলাবাজারে ডেঙ্গু আক্রান্ত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়ে শুক্রবার দিবাগত রাত চারটার দিকে তার মৃত্যু হয়। 

লিপি রাণি গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের নিমহাওলা গ্রামের বিমল চন্দ্র দাসের স্ত্রী। লিপির লাশ শেষ কৃত্যানুষ্ঠানের জন্য শনিবার গ্রামের বাড়ি আনা হয়েছে। 

লিপি রাণির ভাগ্নে বিরেণ দাস জানান, লিপির স্বামী বিমল ঢাকা বাংলাবাজার সেলুনে কাজ করত। গত ৪-৫ মাস আগে আড়াই মাসের  কন্যা শিশু পরি ও স্ত্রী ঢাকা বাংলাবাজার স্বামীর কাছে যায়। সেখানে গত বুধবার লিপির শরীরে জ্বর হলে ডেঙ্গু সনাক্ত করা হয়। এরপর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার দিবাগত রাত চারটার দিকে লিপির মৃত্যু হয়। শনিবার গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিমহাওলা পারিবারিক শ্বশানে লিপির শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর