১৭ আগস্ট, ২০১৯ ১৯:২৫

সকলকে সাথে নিয়ে আমরা উন্নয়নে বিশ্বাসী: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি:

সকলকে সাথে নিয়ে আমরা উন্নয়নে বিশ্বাসী: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনমন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাষ্ট্র ও সমাজের সার্বিক উন্নয়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা প্রয়োজন। আমরা সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ উন্নয়নে বিশ্বাসী। আর এতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। কারণ তারা হচ্ছেন সমাজের দর্পণ। 

গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সাধারণ মানুষ ও সরকারের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। মানুষের সুখ-দুখের কথা সরকারের কাছে পৌঁছে দেন। ফলে এই গুরুদায়িত্ব তারা যত নিষ্ঠার সাথে পালন করবেন ততই মঙ্গল। 

শনিবার বেলা ৩টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের সাথে  এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সুনামগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন পরিকল্পনামন্ত্রী। 

প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ অ্যাডভোকটে পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকটে চাঁন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী। 

পরিকল্পনামন্ত্রীর স্ত্রী জুলেখা মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সাংবাদিক মাহবুবুর রহমান পীরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিজন সেন রায়, রওনক আহমদ, আইনুল ইসলাম বাবলু প্রমুখ।  

জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট সুনামগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর