১৭ আগস্ট, ২০১৯ ১৯:৫৪

পানির নিচে পন্টুন, চরফ্যাশনে লঞ্চঘাটে দুর্ভোগ চরমে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

পানির নিচে পন্টুন, চরফ্যাশনে লঞ্চঘাটে দুর্ভোগ চরমে

ভোলার চরফ্যাশন বেতুয়া থেকে ঢাকাগামী লঞ্চঘাটের পন্টুন দীর্ঘদিন ধরে পানির নিচে রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এ ঘাট ব্যবহারকারী হাজার হাজার যাত্রী। 

লঞ্চ যাত্রী সাইফুল ইসলাম মুকুল বলেন, পন্টুন না থাকায় নদীতে নেমে অদূরে লঞ্চে উঠতে হয়েছে প্যান্ট হাটুর উপর উঠিয়ে। যাত্রীদের লঞ্চে ওঠা-নামার একমাত্র পন্টুনটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে মেঘনা নদীতে ডুবে রয়েছে। ঈদুল আজহায় হাজার হাজার ঢাকাগামী যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে যাতায়াত করতে হচ্ছে।

তিনি আরো বলেন, বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষকে ঈদের পূর্বে জানালেও লঞ্চঘাটের ডুবে যাওয়া পন্টুনটি সচল করা হয়নি। বর্ষার মৌসুমে নদীতে নেমে যাত্রীদের পানিতে ভিজে গন্তব্যে পৌঁছাতে হয়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর