১৭ আগস্ট, ২০১৯ ২০:২২

দিনাজপুরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

দিনাজপুরে সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষে বিক্ষোভ করেছে ওয়ার্কার্স পার্টি’র নেতাকর্মীরা। 'সাম্প্রদায়িক মৌলবাদী, জঙ্গিবাদী-ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাস রুখে দাও, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখো' এই শ্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালিত হয়। 

শনিবার ওয়ার্কার্স পার্টি’র ডাকে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শহরের বাহাদুর বাজার দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় তারা ১৯৯২ সালে কেন্দ্রীয় নেতা কমরেড রাশেদ খান মেনন’র উপর হামলা ও হত্যা চেষ্টাকারীসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। 

সমাবেশে দিনাজপুর জেলা ওয়ার্কার্স পার্টি’’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হবিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রবিউল আউয়াল খোকা, সদস্য কমরেড বিমল আগারওয়াল, যুবমৈত্রী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর