১৮ আগস্ট, ২০১৯ ১৬:২৬

৯ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

দিনাজপুর প্রতিনিধি

৯ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার সকাল থেকে এ আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যেও ফিরেছে কর্মচাঞ্চল্য।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, কোরবানির ঈদ ও জাতীয় শোক দিবস উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় শুরু হয়েছে স্বাভাবিক কর্ম ব্যস্ততা।

এদিকে, হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, ঈদুল আজহা ও জাতীয় শোক দিবসের ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর