১৮ আগস্ট, ২০১৯ ১৯:১৮
মাদকবিরোধী প্রচারে

রাঙামাটিতে ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’ উদ্বোধন

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি:

রাঙামাটিতে ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’ উদ্বোধন

মদকবিরোধী সচেনতামূলক কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’ উদ্বোধন করেছে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। রবিবার বেলা সাড়ে ১১টায় রাঙামটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলা সভা শেষে এটা উদ্বোধন করা হয়। 

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাঙামাটি জেলা সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি অতিরিক্তি জেলা পুলিশ  সুপার ছুফি উল্লাহ উপস্থিত ছিলেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাঙামাটি জেলা সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’ সর্ম্পকে বলেছেন, মাদক, অপরাধ দমনে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতির সুষ্ঠু বাস্তবায়নে মাদকবিরোধী সচেতনামূলক কর্মসূচী অংশ হিসেবে ডিজিটাল প্রচারণার নিমিত্তে ইতোমধ্যে অধিদপ্তর হতে তিনটি ডিভাইস ‘কিয়স্ক’ রাঙামাটিতে সরবরাহ করা হয়েছে। 

তিনি আরও বলেছেন, ‘ডিজিটাল ডিভাইস কিয়স্কযুক্ত এলইডি ডিসপ্লে রাঙামাটির তিনটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে। সেগুলো হলো- রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়, রাঙামাটি জেনারেল হাসপাতাল ও শহরের বনরূপা পুলিশ বক্স। এতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্মিত মাদকবিরোধী বিভিন্ন শর্ট ফিল্ম, টিভিসি, নাটক-নাটিকা, প্রামাণ্য চিত্র দেখানো হবে। এছাড়া মাদক সংক্রান্ত সব ধরনের তথ্য এতে দেওয়া হবে। ফলে এর মাধ্যমে সাধারণ মানুষ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে পারবে। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাঙামাটি জেলা সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক রিমোট কন্ট্রোল মাধ্যমে ব্যবহার করে দেখান।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর