১৯ আগস্ট, ২০১৯ ১৫:০৫

টাঙ্গাইলে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

টাঙ্গাইলে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক মিনি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বেতকা এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুল ভবনে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। 

বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী পদার্থবিদ ও নাসার গবেষক অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের উদ্বোধন করেন। 

প্রধান অতিথি বলেন, মহাবিশ্ব একটি রহস্যময় সৌন্দর্যের প্রতীক। মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জনের কোন শেষ নেই। আমরা যতো গবেষণা করছি মহাবিশ্ব সম্পর্কে ততোই নতুন নতুন তথ্য পাচ্ছি। তাই একজন শিক্ষার্থীকে শুধু চাকরির জন্য পড়ালেখা করলে চলবে না। পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জানতে হবে। 

সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইলেক্ট্রনিক্স বিশেষজ্ঞ আজাহারুল হক সেলিম, সৃষ্টি একাডেমিক স্কুলের প্রিন্সিপাল 
অলিম্পিয়াডে দেয়ালিকা প্রকাশ, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর