২০ আগস্ট, ২০১৯ ১২:৪৭

চুয়াডাঙ্গায় টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে কর্মশালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে কর্মশালা

চুয়াডাঙ্গায় ‘টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন  প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব। 

এসময় তিনি বলেন, আমরা এমডিজি সফলভাবে বাস্তবায়ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ প্রচেষ্টায় এক বছর আগেই এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার ফরহাদ আহমদ, ইয়াহ ইয়া খান, সিভিল সার্জন ডা. মারুফুল আলম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। 

এছাড়াও কর্মশালায় বিভিন্ন সরকারি দফতরের প্রধান, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশ নেয়। অংশগ্রহণকারীরা চুয়াডাঙ্গা জেলার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা প্রনয়ণ করেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর