২০ আগস্ট, ২০১৯ ১৭:২৫

বাল্য বিয়ের কারণে বরকে কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বাল্য বিয়ের কারণে বরকে কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্য বিয়ের কারণে বরকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. লুৎফুর রহমান এ সাজা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে নাসরিন আক্তারের (১৫) বিয়ে হয় হোসেনপুর উপজেলার বাসুর চর গ্রামের দুলাল মিয়ার ছেলে রবিন মিয়ার (২৫) সাথে। এ খবর পেয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কনের বাড়িতে অভিযান চালিয়ে বর ও কনেকে ধরে নিয়ে আসা হয় উপজেলা পরিষদে। এ সময় কনে নাসরিন আক্তার মূর্ছা যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বর রবিনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর