২০ আগস্ট, ২০১৯ ১৮:৫৭

রংপুরে নেশাযুক্ত ইনজেকশন রাখার দায়ে দুই জনকে কারাদণ্ড

রেজাউল করিম মানিক, রংপুর:

রংপুরে নেশাযুক্ত ইনজেকশন রাখার দায়ে দুই জনকে কারাদণ্ড

প্রতীকী ছবি

অবৈধ নেশাযুক্ত ইনজেকশন রাখার দায়ে দুই জনকে ৫ বছব করে কারাদণ্ড দিয়েছে রংপুরের স্পেশাল জজ আদালত। ২০০৮ সালের ৫ জুলাই রংপুরের কামারপাড়ায় ১হাজার ৯শ পিস নেশাযুক্ত অবৈধ ইনজেকশন রাখার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব রংপুর-১৩। ওই দিন রংপুর কোতেয়ালী থানার এস আই আনোয়ারুল ইসলাম বাদী থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

দীর্ঘ ১১ বছর পর মঙ্গলবার দুপুরে রংপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মো. আহসান তারেক আসামি দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়াপাড়া গ্রামের রজ্জব আলী ও সুলতান মিয়ার উপস্থিতে ৫ বছরের কারাদণ্ড ও অথদণ্ড প্রদান করেন। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। 

রংপুর জেলা জজকোর্টের ইন্সিপেক্টর এবিএম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণে ঘটনার প্রমাণ পাওয়ায় এই রায় প্রদান করেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর