২০ আগস্ট, ২০১৯ ২০:২৬

কসবায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

কসবায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় অনিয়মের কারণে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তিন কর্মচারীকে আটক করেন আদালত। আটকরা হলো মা মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের দুই কর্মচারী রিফাত মিয়া ও জুয়েল মিয়া এবং ইউনাইটেড হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী সুমন মিয়া। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগপ্রাপ্ত দালালরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের তাদের নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার করানোর জন্য রোগীদের টানাহেঁচড়া করেন। এতে রোগীরা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর