২০ আগস্ট, ২০১৯ ২১:২১

পুলিশ বরের সঙ্গে বাল্য বিয়ে বন্ধ, কনের পিতার অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

পুলিশ বরের সঙ্গে বাল্য বিয়ে বন্ধ, কনের পিতার অর্থদণ্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো চরফকিরা কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী (১৩)। মঙ্গলবার চরফকিরার সাইফ উদ্দিনের মেয়ে জেরিনের সাথে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামেশ্বপুর এলাকার গোলাপ পোরমান বাড়ির ইউছুফ নবীর ছেলে পুলিশ কনস্টেবল সৌরভ হোসেন’র সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তবে প্রশাসনিক হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই দুপুর ১টার দিকে এ বাল্য বিয়েটি বন্ধ হয়ে যায়।

উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজ্যিস্ট্রেট মো. ইয়াছিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই বাল্য বিয়েটি বন্ধ হয়ে যায়। পরে কনের বাবা এবং মায়ের সাথে কথা বলে এ বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং কনের পিতার ভ্রাম্যমাণ আদালতে ৩০হাজার টাকা অর্থদণ্ড করা হয়। শেষে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে কনের পিতা সাইফ উদ্দিন ও পরিবারের লোকজন লিখিতভাবে অঙ্গীকার নামা প্রদান করেন। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর