২০ আগস্ট, ২০১৯ ২৩:৩৩

গুজবে গণপিটুনির হাত থেকে রক্ষা পেল অটোরিকশা চালক

নাটোর প্রতিনিধি:

গুজবে গণপিটুনির হাত থেকে রক্ষা পেল অটোরিকশা চালক

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলে 'ছেলে ধরা' গুজবে হাবিবুর রহমান হাবিব (৪২) নামের এক অটোরিকশা চালককে মারধর করা হয়। পরে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে গণপিটুনির হাত থেকে রক্ষা পান হাবিব।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাবাজু গ্রামের খলিলুর রহমানের ছেলে অটোরিকশা চালক হাবিবুর রহমান হাবিব (৪২) রবিবার সন্ধ্যায় ভ্রমণ পিপাসু যাত্রীদের নিয়ে চলনবিলের বিলসায় মা জননী সেতুতে গিয়ে নামিয়ে দেয়। সে ক্ষুধার্ত অবস্থায় একটি দোকান থেকে বিস্কিট কিনে অটোরিকশায় ফিরতে থাকে। এসময় এক শিশু সন্তান হাবিবের পিছে পিছে যেতে থাকে। শিশুটির মা সন্তানকে খুঁজে না পাওয়ার এক পর্যায়ে চিৎকার শুরু করে। সেখানে উপস্থিত জনৈক ব্যক্তি চিৎকার করে বলে ওঠে ‘ছেলে ধরা তোমার সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে’।

এসময় ওই মা এবং সেতুতে অবস্থানরত লোকজন ঘটনাটি সত্য ভেবে হাবিবের ওপর ঝাপিয়ে পড়ে। সেখানে ভ্রমণরত গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হস্তক্ষেপে গণপিটুনির হাত থেকে রক্ষা পান হাবিব। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর