২১ আগস্ট, ২০১৯ ১৪:০৩

গ্রেনেড হামলার আসামিদের রায় কার্যকরের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি:

গ্রেনেড হামলার আসামিদের রায় কার্যকরের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকীতে ২০০৪ সালের ২১ আগষ্ট বর্বোরচিত গ্রেনেড হামলার মূল আসামিসহ সকল আসামির বিচারের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। 

বুধবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির নেতৃত্বে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। 

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার। মানববন্ধনে ছিলেন দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুমন পারভেজ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সবুজ, তছলিম উদ্দীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মার্শাল, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম ইসলাম ডলার নেতৃবৃন্দ প্রমুখ। 

স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মানববন্ধন চলাকালীন বক্তারা ২১ আগষ্ট হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের পাশাপাশি পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানান।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর