২১ আগস্ট, ২০১৯ ১৬:৩৮

গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি

গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। 

বুধবার দুুপুরে শহরের বঙ্গবন্ধু চত্বরে মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীম এবং বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান বক্তব্য দেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মাসুদ আলাল। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এতে অংশগ্রহণ করেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর