২২ আগস্ট, ২০১৯ ১৫:১৮

শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

কিশোরগঞ্জ প্রতিনিধি :

শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে। আজ বৃহস্পতিবার মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। মামলায় অভিযুক্ত পাঁচ আসামির মধ্যে তিন আসামিকে আদালতে হাজির করতে পারেনি কর্তৃপক্ষ। 

ফলে স্পেশাল ট্রাইব্যুনাল আদালত নং-২ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। এ নিয়ে আটবারের মত এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পেছাল।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদ জামাত শুরুর ঘণ্টাখানেক আগে ঈদগাহের পাশে পুলিশের চেকপোস্টে জঙ্গিরা হামলা চালায়। হামলায় কনস্টেবল জহিরুল ইসলাম ও কনস্টেবল আনছারুল হক এবং গৃহবধূ ঝরনা রাণী ভৌমিক নিহত হন। পুলিশের পাল্টা গুলিতে আবির রহমান নামে এক জঙ্গি ঘটনাস্থলেই মারা যান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর