২২ আগস্ট, ২০১৯ ১৬:২৭

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মিনি বাসের চালক, ব্যাংক কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন যাত্রী।

বৃহস্পতিবার সকাল ১০টায় নৈশ্য কোচ সোনার বাংলা ও যাত্রীবাহী মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টুমনিবাস রাজু এন্টাপ্রাইজের চালক বাবুল (২০), গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান বাবু (৪২), ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫) ও শহরের আশ্রমপাড়ার বাসিন্দা মজিবর রহমান (৬০)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে নৈশ্য কোচ সোনার বাংলার সাথে যাত্রিবাহী মিনিবাস রাজু এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন, হাসপাতালে নেওয়ার পর আরো একজন ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। আহত ৩০জনকে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক। তাদের রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুটি বাসে দ্রুতগামী হওয়ায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর