২২ আগস্ট, ২০১৯ ১৭:৪১

সাতক্ষীরায় গরু পাচারকারীদের হামলায় বিএসএফ সদস্য আহত

অনলাইন ডেস্ক

সাতক্ষীরায় গরু পাচারকারীদের হামলায় বিএসএফ সদস্য আহত

সাতক্ষীরা সীমান্তে গরু পাচারকারীদের হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য আনন্দ ওরান গুরুতর আহত হয়েছেন। এসময় এক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে সীমান্তের বাইকারি বিজিবি বিওপির বিপরীত গোবরদহ বিওপি এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, মঙ্গলবার ভোররাতে গোবরদহ বিওপি এলাকায় এক দল পাচারকারীকে গরুসহ সীমান্ত পার হতে দেখেন। এসময় বিএসএফ সদস্যরা তাদের বাধা দেয়। পরে পাচারকারীরা দুই দলে বিভক্ত হন। এক পর্যায়ে পাচারকারীরা বিএসএফ সদস্য ওরানের উপর হামলা চালায়। এসময় তার নিজের কাছে থাকা অ্যাকশন গানের গুলিতে ওরান আহত হন। 

পরে হামলাকারী মিন্টু সরদারকে আটক এবং ১০টি গরু উদ্ধার করা হয়। আটক মিন্টু সরদার সাতক্ষীরার জাহানাবাদ এলাকার নূর ইসলামের ছেলে। পরে তাকে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/২২ আগস্ট, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর