২২ আগস্ট, ২০১৯ ১৯:০০

সারিয়াকান্দিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

সারিয়াকান্দিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকালে একই সময় তিনটি স্থানে বজ্রপাতের ঘটনায় ৫টি গরুও মারা যায়। 

বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশ সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার আকাশজুড়ে কালো মেঘে ছেয়ে যায়। মাঝে মাঝে বজ্রপাত হচ্ছিল। একসময় বিকট শব্দ করে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা চরে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতের ঘটনাস্থলে গরু নিয়ে বাড়ী ফেরার পথে স্থানীয় বাসিন্দা নূরু প্রামানিকের ছেলে আমিরুল ইসলাম (৪০) ও আমিরুলের স্ত্রী ফাইমা বেগম বেলচা (৩০) ঘটনাস্থলে নিহত হন। এসময় তাদের সাথে ৫টি গরু মারা যায়। 

ঠিক একই সময় উপজেলার সদর ইউনিয়নের নিজ বাটিয়া চরের তহসিনের ছেলে সুমন (৩২) পাট ধোওয়ার সময় বজ্রপাতে আহত হয়। তাকে সারিয়াকান্দি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এই বজ্রপাতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তানিয়া খাতুন (১৫) স্কুল থেকে বাড়ী ফেরার পথে আহত হয়। তানিয়া উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মোমিন প্রামানিকের মেয়ে। 

এছাড়া আরো একটি বজ্রপাতে সারিয়াকান্দি পৌর এলাকার ধাপ গ্রামের তবিবর রহমান ফকিরের ছেলে মো: সুমন (২১) কালিতলা গ্রোয়েণ বাঁধে চায়ের দোকানে বজ্রপাতে আহত হয়। আহতরা সারিয়াকন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বগুড়ার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল আমিন জানান, একই দিনে পৃথক তিনটি স্থানে বজ্রপাতের ঘটনায় তিন জন মারা গেছে। লাশগুলো পরিবারের সদস্যদের কাঝে হস্তান্তর করা হয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর