২২ আগস্ট, ২০১৯ ২০:৩৬

'পুলিশের পরিবর্তন হচ্ছে, সমাজেরও পরিবর্তন চাই'

নাটোর প্রতিনিধি:

'পুলিশের পরিবর্তন হচ্ছে, সমাজেরও পরিবর্তন চাই'

নাটোরের নবাগত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেছেন, পুলিশ শুদ্ধ হয়ে যায়নি। মাদক, জুয়াসহ যে কোন অন্যায় কাজে জড়িত থাকলে জানাবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। থানায় দালালের দরকার নেই, দালালের কারণে থানা নষ্ট হয়। পুলিশের পরিবর্তন হচ্ছে, সমাজেরও পরিবর্তন চাই। এলাকায় ইভটিজিং করতে দেয়া হবে না।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন। 

উপজেলার জনপ্রতিনিধি, চৌকিদার-দফাদার ও সুধিজনদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, মেয়র শাহনেওয়াজ আলী, ওসি মোজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, স্থানীয় দৈনিক দিবারাত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক আত্হার হোসেন ও চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম আলী আক্কাছ প্রমুখ।

নবাগত পুলিশ সুপার আরো বলেন, সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। প্রতিনিয়ত বাল্যবিয়ে হচ্ছে। আমরা সবাই সোচ্চার হলে এমন একদিন আসবে, দেশে মাদক, জঙ্গি, বাল্যবিয়ে ইত্যাদি অনাচার থাকবে না।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর