২৪ আগস্ট, ২০১৯ ১২:১৩

ব্রিটিশ কনস্যুলেট কর্মীকে মুক্তি দিল চীন

অনলাইন ডেস্ক

ব্রিটিশ কনস্যুলেট কর্মীকে মুক্তি দিল চীন

ব্রিটিশ কনস্যুলেট কর্মী সিমন চেংকে আটকের ১৫ দিন পর মুক্তি দিয়েছে চীন। গত ৮ আগস্ট চীনের শেনজেনে ব্যবসায়িক সফরকালে নিখোঁজ হন তিনি। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাজ্য।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা আইন ভঙ্গ করায় তাকে ১৫ দিন আটক রাখা হয়েছে। মুক্তি দিলেও তাকে পর্যবেক্ষণের আওতায় রাখা হবে। 

আটকবস্থা থেকে মুক্ত হওয়ার পর এ নিয়ে কিছু জানাননি ওই কর্মী। বিপদে সমর্থন করার জন্য ফেসবুকে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে তিনি পরে ব্যাখ্যা দেবেন। তিনি আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। পরে অবশ্য ফেসবুকের সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর