২৪ আগস্ট, ২০১৯ ১৮:৪৫

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে একযোগে ময়মনসিংহ নগরীর ৩৩ টি ওয়ার্ডে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। 

সিটি কর্পোরেশনের আয়োজনে জেলা প্রশাসন ও বিডি ক্লিনের সহযোগীতায় শনিবার বিকালে নগরীর শাপলা চত্ত্বরে এ পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু। 

পরে স্টেশন মোড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজ এর সহ-সভাপতি শংকর সাহা, বিডি ক্লিন ময়মনসিংহের বিভাগীয় সমন্বয়ক অ্যাড. মতিউর রহমান ফয়সালসহ প্রমুখ।

এরআগে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান। এসময় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝিঁ, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বেলায়েত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কে এম গালিভ খাঁন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে টিচার্স ট্রেনিং কলেজের ঝোপ-ঝাড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। পরিচ্ছন্নতা অভিযানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট-বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর