২৪ আগস্ট, ২০১৯ ১৯:২২

২৬ আগস্ট ফুলবাড়ী দিবস পালনের ঘোষণা তেল গ্যাস রক্ষা কমিটির

দিনাজপুর প্রতিনিধি:

২৬ আগস্ট ফুলবাড়ী দিবস পালনের ঘোষণা তেল গ্যাস রক্ষা কমিটির

আগামী ২৬ আগষ্ট ফুলবাড়ী দিবস পালনের ঘোষণা দিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। ফুলবাড়ীবাসীর সাথে সম্পাদিত ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন, ফুলবাড়ীর গণআন্দোলনের নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করেছে। 

শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ীতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হামিদুল হক।

সংবাদ সম্মেলনে ছিলেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত, ফুলবাড়ী শাখার অন্যতম নেতা এম এ কায়ুম, নাজার আহম্মেদ, শফিকুল ইসলাম শিকদার, মোশারফ হোসেন বাবু, কমল চক্রবর্তি, হিমেল মন্ডলসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর