২৪ আগস্ট, ২০১৯ ২১:০৩

কুমিল্লায় পিতা-মাতার পাশ থেকে ১১ মাসের শিশু চুরি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পিতা-মাতার পাশ থেকে ১১ মাসের শিশু চুরি

কুমিল্লার লাকসামে মাসুদুর রহমান মাসুদ নামে ১১মাস বয়সী এক শিশু সন্তান চুরির ঘটনা ঘটেছে। 

চুরি হওয়া ওই শিশু সফিকুর রহমান ও সালমা বেগমের একমাত্র সন্তান। 

উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং দক্ষিণ পাড়ার রাজন ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। 

অভিযোগ পেয়ে শনিবার লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুটির সন্ধানে এলাকাজুড়ে মাইকিং করা হয়। এ শিশু চুরির ঘটনায় পুরো এলাকায় তোলপাড় ও আতংক বিরাজ করছে। 

দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনে সফিক এবং সালমার একমাত্র সন্তান ১১ মাস বয়সী মাসুদুর রহমান মাসুদকে হারিয়ে তারা পাগল প্রায়।

পুলিশ ও গ্রামবাসী জানায়, শুক্রবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে সফিকুর রহমান ও সালমা বেগম নিজ ঘরে ওই শিশু সন্তানসহ ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে সালমা বেগম জেগে দেখেন তার সন্তান পাশে নেই। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এসে জড়ো হয়। এ সময় তাদের মশারী কাটা ও ঘরের দরজা খোলা পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে সন্তানকে না পেয়ে লাকসাম থানায় খবর দিলে কুমিল্লার লাকসাম সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমরান রহমান ও লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন। 

লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর চাচীসহ চারজনকে আটক করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর