২৪ আগস্ট, ২০১৯ ২১:৫২

ধুনটে জমি নিয়ে সহিংসতায় নারীসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধুনটে জমি নিয়ে সহিংসতায় নারীসহ আহত ৭

বগুড়ার ধুনট উপজেলায় জমির দখল নিয়ে সহিংস ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত সাত জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। 

শনিবার সকাল ৯টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নলডাঙ্গা গ্রামের মৃত নজর আলী আকন্দের ছেলে আলী আকন্দের সাথে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবু বক্করের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিবাদমান জমি নিয়ে শুক্রবার ধুনট থানায় একটি সালিশী বৈঠক হয়। কিন্তু বৈঠকে বিরোধ নিষ্পত্তি হয়নি। 

এদিকে শনিবার সকাল ৯টায় নলডাঙ্গা ঈদগাহ মাঠের পশ্চিমে বিরোধপূর্ণ জমিতে আবু বক্করের লোকজন দু’টি পাওয়ার টিলার মেশিন দিয়ে চাষ শুরু করে। এ ঘটনায় আলী আকন্দের লোকজন তাদের বাধা দিতে গেলে সহিংস ঘটনা ঘটে। পরে ধুনট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে উভয় পক্ষের সাত জন আহত হয়েছেন। 

আহতরা হলেন, আলী আকন্দের পক্ষের নলডাঙ্গা গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী বুদি খাতুন (৪৫), জামাল উদ্দিন আকন্দের স্ত্রী চায়না খাতুন (৪০), তার ছেলে কলেজছাত্র মিজানুর রহমান (২২) ও মওলা বক্সের ছেলে রানা বাবু (২০) এবং অপর পক্ষের আবু বক্করের ছেলে মিঠু আকন্দ (২৬), মোজাম্মেল হক আকন্দের স্ত্রী পিয়ারা খাতুন (৫০) ও ময়ান আকন্দের ছেলে আলমগীর হোসেন (৩০)। 

আহতদের মধ্যে বুদি খাতুন ও চায়না খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বগুড়ার ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, শনিবার সকালে নলডাঙ্গা গ্রামে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সহিংস ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর