শিরোনাম
২৪ আগস্ট, ২০১৯ ২৩:৪৯

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূ নিহত, স্বামী-ছেলে আহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূ নিহত, স্বামী-ছেলে আহত

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেরী বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঝিনা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মেরী বেগম আত্রাই উপজেলার সাহাগোলা গ্রামের মো. বিদ্যুতের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আত্রাই উপজেলার সাহাগোলা গ্রামের বিদ্যুৎ তার স্ত্রী মেরী বেগম ও ছেলেকে নিয়ে সান্তাহার তার শশুর বাড়ি থেকে বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি সাহাগোলার দিকে রাণীনগর উপজেলার ঝিনা রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।  এসময় ঝিনা ব্রিজ মোড়ের পার্শ্বে রাস্তায় একটি ট্র্যাক্টরের সঙ্গে থাক্কা লাগলে মোটরসাইকেল থেকে পড়ে যান তারা। এ সময় মেরী বেগমের পেটের উপর দিয়ে ট্র্যাক্টরের চাকা উঠে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী বিদ্যুৎ ও তার ছেলে।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর