২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৩৯

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা মতবিনিময় সভা

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম।

সভায় তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জিয়াউর রহমান বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করে এ দেশের ইতিহাসকে ধ্বংস করতে চেয়েছিলেন। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা সাংগঠনিক কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা সাংগঠনিক কমান্ড আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে জেলা ও ছয় উপজেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর