২২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:০৯

'আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি কাটে'

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

'আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি কাটে'

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, এদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উপর এদেশের মানুষ নির্ভরশীল। বৃক্ষ পরিবেশের জন্য খুবই সহায়ক। মানুষের সুস্থ দেহের জন্য বেশি বেশি গাছ লাগানো দরকার। 

তিনি আরও বলেন, গাছ লাগায় আওয়ামী লীগ আর গাছ কাটে বিএনপি-জামায়াত। এরা লুটপাট বুঝে। হরতাল অবরোধের নামে নির্বিচারে গাছ কেটে পরিবেশের ক্ষতি করে। কোন সৃষ্টতা এদের মধ্যে নাই। সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য গাছ লাগানো দরকার। বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠার কারণে ক্ষতিকারক ধোঁয়া থেকে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। সে কারণে অসময়ে বন্যা হচ্ছে, খরা হচ্ছে।

রবিবার বগুড়ার সারিয়াকান্দি পাবলিক মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদবৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, কৃষি সম্প্রাসারণ অধিদফতর বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম প্রমুখ।

পরে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। সকালে সংসদ সদস্য আব্দুল মান্নান উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিডি প্রতিাদিন/২২ সেপ্টেম্বর ২০১৯/আরাফাত

সর্বশেষ খবর