২২ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩১

গুরুদাসপুরে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম

নাটোর প্রতিনিধি

গুরুদাসপুরে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম

নাটোরের গুরুদাসপুরে দুই মাথা, এক হাত ও এক পা বিশিষ্ট অদ্ভুদ প্রকৃতির এক শিশুর জন্ম দিয়েছেন রুপালি বেগম (২৫)। রবিবার ঘটনাটি ঘটেছে উপজেলার বেসরকারী হাজেরা ক্লিনিকে। রুপালি উপজেলার পৌর সদরের নারায়নপুর মহল্লার আমির হামজার স্ত্রী। তবে শিশুটি ছেলে না মেয়ে এটা বোঝা যায়নি।

রুপালির স্বামী আমির হামজা জানায়, দুই বছর যাবত তাদের বিবাহ হয়েছে। বিয়ের এক বছর পরে এই প্রথম সন্তান তাদের। প্রসব ব্যাথা উঠলে উপজেলার হাজেরা ক্লিনিকে তার স্ত্রীকে ভর্তি করানো হয়। তারপর বিকেল সাড়ে ৪টায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল তার অপারেশন করেন।

অপারেশনের পরে দেখতে পায় তার সন্তানের দুই মাথা, এক হাত ও এক পা বিশিষ্ট সন্তান জন্মগ্রহণ করেছে। এদিকে অদ্ভুদ প্রকৃতির এই শিশুটিকে এক নজর দেখার জন্য ক্লিনিকের সামনে হাজারো লোকের ভিড় জমে। 

হাজেরা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল জানান, অপারেশনের পর শিশু ও শিশুর মা দু'জনই সুস্থ আছেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর