১১ নভেম্বর, ২০১৯ ১৮:৫৭

বগুড়ায় দুর্ঘটনা রোধে জেলা পুলিশের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় দুর্ঘটনা রোধে জেলা পুলিশের লিফলেট বিতরণ

দুর্ঘটনা রোধে নতুন পরিবহন আইন-১৮ মেনে চলার আহ্বান জানালেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএমবার। সোমবার (১১নভেম্বর) বিকেলে জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় ওই আইনটি সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। 

জেলা পুলিশ, শেরপুর থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাস-ট্রাক, মিনিবাস, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকসা চালকসহ পথচারীকে নতুন পরিবহন সড়ক আইনে কী আছে এ বিষয়ে সচেতন করতে সবার হাতে লিফলেট তুলে দেন জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। 

এসময় সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই তাদের আগে নতুন সড়ক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। পরে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা  নেয়া হবে। নতুন সড়ক আইন সম্পর্কে সচেতন করতে গোটা দেশে পুলিশ কাজ করছে। 

লিফলেট বিতরণকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জাহিদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনার রশিদ, উপ-পরিদর্শক আতিকুর রহমান, আতোয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ছাড়াও পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর