১১ নভেম্বর, ২০১৯ ১৯:০৪

বগুড়ার মহাস্থান মাজারের দানবাক্সের টাকা গননা চলছে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার মহাস্থান মাজারের দানবাক্সের টাকা গননা চলছে

বগুড়ার মহাস্থানগড়ের হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার (র.) এর মাজারের দানবাক্স (সিন্দুক) খোলা হয়েছে। ৯টি দানবাক্সের মধ্যে ১টি নষ্ট রয়েছে। বাকি ৮টি দানবাক্সের মধ্যে ৫টি দানবাক্স খোলার পর তা গননা চলছে। মঙ্গলবার বাকি তিনটি দানবাক্স খোলা হবে। খোলার পর সব টাকা গননা করা হবে।

দানবাক্স খোলার সময় থেকে উপস্থিত ছিলেন জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসিম রেজা, মাজারের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুর রহমান, হিসাব রক্ষক ওবায়দুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক জানান, মাজার কমিটির সভাপতি বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। তার নির্দেশে তিন মাস পর পর দান বাক্স খোলা হয়। সোমবার ২০ জন স্থানীয় শিক্ষার্থী টাকা গননার কাজ শুরু করে বেলা ১১টা থেকে। এ সময় রুপালী ব্যাংকের ১০ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই গননার কাজ শেষ হবে মঙ্গলবার।

বগুড়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা গত তিন মাস আগে দানবাক্সগুলো থেকে মোট টাকা পাওয়া যায় ২৮ লাখ ৫১ হাজার ৫৬৮ টাকা। এবার কি দাঁড়াবে তা বলা যাচ্ছে না। দানের টাকাগুলো গননা চলছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর